একদিন নাসিরুদ্দিন ঘরে চালে উঠে চাল মেরামত করছিলেন। এমন সময়ে নিচের সদর দরজায় কড়া নাড়ার শব্দ। নাসিরুদ্দিন হাঁক পেড়ে বললেন, কি চাই এখানে?
লোকটা নিচে থেকে বলল, মোল্লা তুমি একটু নিচে নেমে এসো, একটা জরুরি কথা বলার ছিল।
কাজে ব্যাঘাত হবে বলে ইচ্ছে না থাকলেও মোল্লা জরুরি কথা শুনতে নিচে নেমে এসে বললেন, বলো ভাইজান, তোমার সেই জরুরি কথাটা।

লোকটা পাশের আরেকটা দাঁড়িয়ে থাকা লোককে দেখিয়ে বলল, দেখ মোল্লা এই লোকটা খুবই গরিব। তুমি একে রুটি কিনতে পাঁচটাকা দিতে চাও?
মোল্লা গম্ভীর হয়ে খানিকক্ষণ চিন্তার ভান করে লোকটাকে বললেন, আমি উত্তর দেব, তার আগে আপনাকে একবার সিঁড়ি বেয়ে ঘরের চালে চাপতে হবে যে।

লোকটা নড়বড়ে সিঁড়ি বেয়ে কষ্ট করে ঘরের চালে চেপে গেল। লোকটাকে চালে চাপিয়ে মোল্লা নিচে থেকেই চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, ভায়া এবার তবে আমার উত্তর শোন। তোমার আবদার আমি রাখতে পারলাম না। এবার নেমে এসো।