প্রভাতে সুগন্ধিযুক্ত জলধারায় স্নাত হইয়া রাজা জনার্দন বৃদ্ধাঙ্গুলিদ্বয় মুখগহ্বরে প্রবিষ্ট করাইয়া হুটাহুট শব্দবাণ প্রয়োগ করিলে তৎক্ষণাত সর্বলোকগামী হুতোম জনার্দনের সকাশে আবির্ভূত হইলেন। রাজা জনার্দন করজোড়ে পন্ডিত হুতোমকে প্রণাম করিলেন।
আলোকগতি দিব্যলোকবাসী হুতোমের আবির্ভাব অনুভব করিয়া রাজা জনার্দন জিজ্ঞাসু হইয়া কহিলেন, হে পন্ডিত হুতোম, আপনি সর্বলোকগামী তথা আপনি সর্বজ্ঞানসম্পন্ন এক অবতার। আপনি যুগে যুগে বর্তমান। আপনি যুগাবতার। এক্ষণে আমাদিগকে বর্ণনা করুন পুরাকালে বঙ্গবর্ষে শৈশবকাল দীর্ঘায়িত হইবার কাহিনী। এই কাহিনী কর্তন করিয়া আমরা ধন্য হইতাম।
সুউচ্চ বটশাখা হইতে নিঃশব্দে হুতোম জনার্দনের সিংহাসনের পূর্বচুড়ায় স্থিত হইয়া কহিলেন, হে রাজা জনার্দন, পুরাকালে বঙ্গবর্ষে বঙ্গেশ্বরীর রাজত্বকালে শৈশব দীর্ঘায়ু হইয়াছিল। দিব্যশক্তিধারিণী অস্থিরমস্তিষ্কা দেবী বঙ্গেশ্বরীর বরপ্রাপ্ত হইয়া বঙ্গবর্ষের আবালবৃদ্ধবনিতা শিশুত্ব অথবা শৈশব ফিরিয়া পাইয়াছিল। ফলস্বরূপ বঙ্গেশ্বরী অনুগামী সকল প্রজা নিতান্ত আহ্লাদিত হইয়া যত্রতত্র শিশুসুলভ কার্যাদি সম্পন্ন করিত। বরপ্রাপ্ত হইয়া প্রজাসকল নির্ভয় হইয়াছিল এবং শৈশব প্রাপ্তিস্বরূপ তাহাদের শাস্তি দেওয়ার প্রথা বিলোপ পাইয়াছিল। বাকসম্পন্না দেবীর বাক্যবাণে সসাগরা মেদিনী কম্পনরত থাকিত। মেদিনীপুত্রাদি বাক্যবাণে সম্মোহিত হইয়া দেবীর আরাধনায় ব্যস্ত হইত। শিশুমতী রাণী বঙ্গেশ্বরী ঝালমুড়ি অস্ত্র প্রয়োগ করিয়া শগ্রুসকলকে নিস্তেজ করিয়া রাখিতেন।
দেবী বঙ্গেশ্বরী তৃণমূলধর্মে দীক্ষিত হইয়াছিলেন। এবং তিনি তৃণমূল ধর্মপ্রচারক নামে সুবিদিত ছিলেন। তৃণমূল ধর্মে বিশ্বাসী জনতাকে তৃণমূলী বলিবার চলন ছিল। যেহেতু শৈশবকাল দীর্ঘায়িত হইত ফলস্বরূপ সমস্ত তৃণমূল ধর্মাবলম্বী প্রজাদিগকে শিশুতৃণমূলী বলিয়া অভিহিত করা হইত। বঙ্গবর্ষে পুরাকালে শিশুতৃণমূলীদের বালসুলভ আচরণ অবলোকন করিয়া অন্যান্য প্রজাসকল ভীত থাকিত। বঙ্গেশ্বরীর বরপ্রাপ্ত হইয়া শিশুতৃণমূলীরা অবধ্য হইয়াছিল। অত্যধিক শক্তিশালী হইয়া দিকজ্ঞান হারাইয়া শিশুসকল ধরিত্রীকে সরা জ্ঞান করিয়া তাহাই পদদলিত করিতে সচেষ্ট থাকিত।
শৈশবপ্রাপ্তা রাণী বঙ্গেশ্বরীর রাজত্বকালে আইনরক্ষকবাহিনীর বিপথগামী গতি ধার্য হইয়াছিল। আইন অমান্য করিলে আইনরক্ষকরাও অভয়প্রদান করিতেন। আইন অমান্যকারীদের কার্যাদিতে ভীত হইয়া প্রজাসকল আইনরক্ষকদিগের নিকট অভিযোগ জ্ঞাপন করিলে আইনরক্ষকগণ গঞ্জনাবাণে প্রজাসকলকে বিদ্ধ করিত। এহেন শৈশবপ্রিয়া রাণী অস্থিরমতি বঙ্গেশ্বরী ইহা দেখিয়া নিতান্ত আমোদিত হইতেন।
সোমরস এবং সুধা পান করিয়া শৈশবপ্রাপ্ত প্রজাসকল আইনরক্ষকদিগের উপেক্ষা করিয়া শশকচঞ্চল হইয়া বিভিন্ন অঘটন ঘটাইত। আইনরক্ষকগণ উপেক্ষিত হইয়াও প্রজাসকলের শিশুসুলভ আচরণের বিরুদ্ধে আইন প্রণয়ন করিতেন না। বঙ্গেশ্বরীর অনুগামীসকলের শিশুসুলভ আচরণে ভীত হইয়া জনসাধারণ সর্বদা রাণীর গুণকীর্তন করিত। দানপ্রিয়া রাণী বঙ্গেশ্বরী অঘটনের ঘটক শিশুতৃণমূলীগণকে অভয় তথা পুরস্কারপ্রদান করিয়া বিভিন্ন জনপদের দ্বারপালাদি তথা নেতাদি নিযুক্ত করিতেন। শৈশবপ্রাপ্ত জনগণ ক্ষমতার শীর্ষে আরোহণ করিয়া হস্তপদ আস্ফালনপূর্বক তাহা সর্বজনবিদিত করিবার নিমিত্ত অঙ্গুষ্ঠনিনাদ করিয়া অন্যান্য জনগণকে তাহা সর্বদা জ্ঞাত করাইত।
এইরূপ কর্তন করিয়া পন্ডিত হুতোম নিঃশব্দে প্রাসাদ হইতে বিলীন হইয়া মহাকাশগামী হইলেন।
0 Comments