বঙ্গবর্ষে দানব বুলেশ্বর আগমন সংবাদ


রাজা জনার্দন করজোরে হুটাহুট শব্দবাণ নিক্ষেপ করিয়া হুতোম পন্ডিতকে স্মরণ করিয়া কহিলেন, হে পন্ডিতকূলশ্রেষ্ঠ সর্বজ্ঞ দশালোক পরিব্রাজক হুতোম, অদ্য আপনার নিকট বঙ্গবর্ষের দানবাগমন সংবাদ শ্রবণ করিতে অভিলাষ করিতেছি। তৎক্ষণাৎ অন্ধকার বিদীর্ণ করিয়া তুষারশুভ্র পক্ষবিস্তার করিয়া তরঙ্গরাশি বিজিত ঋষিরাজ পন্ডিত হুতোম জনার্দনরাজের সভা আলোকিত করিলেন। রাজা জনার্দন সাষ্টাঙ্গে প্রণাম জানাইয়া মনস্থির করিলে হুতোম রাজার অভিলাষিত সংবাদ বর্ণনা করিতে লাগিলেন।

হে রাজা জনার্দন, পুরাকালে বঙ্গবর্ষের ভাঙড়ধাম জনপদে বুলেশ্বর নামক এক কুখ্যাত দানব বিরাজ করিতেন। কথিত আছে, বঙ্গবর্ষের রাণী তৃণমূলেশ্বরী তাঁহাকে বিভিন্ন বর প্রদান করিয়া বীর্য্যবান করিয়াছিলেন। রাণী তাঁহাকে ধনচৌর্য্য বর প্রদান করিয়াছিলেন। উক্ত বর দ্বারা তিনি জনসমক্ষেই চৌর্য্যবৃত্তির দ্বারা ধনরাশির সমাগম করিতে সক্ষম হইয়াছিলেন। ক্ষণিক ক্ষণের মধ্যেই দানব বুলেশ্বর অকূত সম্পত্তির ধনী হইয়াছিলেন। রাণী তাঁহাকে ভূগোচর বর প্রদান করিয়াছিলেন। এই শক্তি দ্বারা তিনি বঙ্গবর্ষের বিভিন্ন অংশে গোচরে ভূমি ভক্ষণে পারদর্শী হইয়াছিলেন। 

হে রাজন, রাণী তৃণমূলেশ্বরী দানব বুলেশ্বরের উপর সন্তুষ্ট হইয়া অভয়বর প্রদানস্বরূপ তাঁহাকে শক্তিশালী করিয়াছিলেন। উক্ত বর দ্বারা বুলেশ্বর যথেচ্ছ কার্য্যাদি সম্পন্ন করিতে সক্ষম হইতেন। তথা তাঁহার অভয়মাল্যভূষিত ললাট সর্বদা জ্বাজ্জ্বল্যমান থাকিত। রাণী তাঁহাকে সর্বাসুর বর প্রদান করিলে রাণীর পারিষদবর্গ দানব বুলেশ্বরকে সর্বদা সমর্থন করিয়া এবং তাঁহার কার্য্যাদির ভূয়ষী প্রশংসাপূর্বক প্রজাবর্গের নিকট দানবের লীলাবর্ণন করিতেন। একদা মন্ত্রী মদনরাজ দানব বুলেশ্বরকে যুবমশাল উপাধি ভূষিত করিয়াছিলেন। কথিত আছে, রাণী কর্ত্তৃক অভয় প্রদত্ত হইয়া মন্ত্রী মদনরাজ পঞ্চপলেই বামজনগোষ্ঠীকে সংহার করিতে উদ্যত হইলে বামপ্রজাবর্গ সহ বিভিন্ন প্রজাসমূহের ঘৃণাগ্নিতে দগ্ধ হইয়াছিলেন। মন্ত্রী পার্থকুশল দানব বুলেশ্বরের প্রশংসায় ষড়মুখ থাকিয়া প্রজাসমূহের বিরাগভাজন হইয়াছিলেন। 

হে রাজাধিরাজ জনার্দন, একদা দানব বুলেশ্বর তৃণমূলেশ্বরী কর্ত্তৃক বঙ্গবর্ষ হইতে বামজনগোষ্ঠীকে নির্মূল করিবার স্বপ্নাদেশ প্রাপ্ত হইয়াছিলেন। বঙ্গবর্ষে পঞ্চায়েত নির্বাচন যুদ্ধকালে উক্ত দানবের স্কন্ধারোপিত হইয়া রাণী তৃণমূলেশ্বরী বামজনগোষ্ঠীকে নির্মূল করিবার অভিলাষা প্রেষণ করিয়াছিলেন। কথিত আছে, তৃণমূলেশ্বরী বামজনগোষ্ঠীকে বঙ্গবর্ষ হইতে বিনাশ করিবার অভিপ্রায়ে দানব বুলেশ্বরকে অস্ত্রাদি প্রদানপূর্বক স্বেচ্ছাচারবর প্রদান করিলে তিনি নৃশংস তথা নির্ভয় চিত্তে বঙ্গবর্ষে বিরাজিত হইতেন। 

হে রাজেন্দ্র, সেইকালে বঙ্গবর্ষের হলদিয়াপুর নগরীতে দানব শুভেন্দু বিরাজ করিতেন। তিনি দানব বুলেশ্বরের সহিত সম্মিলিত হইয়া বামসংহার ব্রত অবলম্বন করিয়া প্রজাবর্গের সমীপে হুঙ্কার এবং গর্জন করিয়ে চতুর্দিকে ঘৃণাগ্নি বর্ষণ করিতেন। পঞ্চায়েত নির্বাচন যুদ্ধ আগত হইলে ইহাদের দৌরাত্ম্য উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হইয়াছিল। দানব বুলেশ্বর তথা শুভেন্দুকে প্রতীক অবলম্বন করিয়া রাণীর দৃষ্টি আকর্ষণ করিবার নিমিত্ত বহু দানবেতর জীবের সমাগম হইলে বঙ্গবর্ষ অস্থির হইয়াছিল। দিবালোকে অস্ত্রাদির কর্ত্তন মর্দন হইত। অগ্নিসংযোগপূর্বক প্রজাবর্গ ভীতসন্ত্রস্ত থাকিত। দানবীয় কটু বাক্যবাণে বঙ্গবর্ষ জর্জরিত হইয়াছিল। এইরূপ বর্ণনা করিয়া পন্ডিত হুতোম পুনরায় তরঙ্গশ্রেষ্ঠ বিদ্যুন্ময় পক্ষবিস্তার করিয়া নিঃশব্দে মহাকাশে বিলীন হইলেন। রাজা জনার্দন হুতোমকে চাক্ষুষ হইয়া তথা দানবাগমনের কিঞ্চিৎ বর্ণন শ্রুত হইয়া রাজকার্যে মনোনিবেশ করিলেন।

Post a Comment

0 Comments